রাবি ছাত্রলীগের চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের চার নেতার বহিষ্কারাদেশ প্রতাহ্যার করা হয়েছে। ছাত্রলীগের ওই চার নেতা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রানা চৌধুরী, মেহেদী হাসান, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান পলাশ ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাকিম বিল্লাহ।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক দফতর সম্পাদক শেখ রাসেল এই চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক দফতর সম্পাদক শেখ রাসেল বলেন, ‘ওই চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সুপারিশ আমাদের হাতে আসে। সবকিছু যাচাই-বাছাই করে কেন্দ্রীয় ছাত্রলীগ ওই চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে।’
বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বলেন, সর্বশেষ গত ২৫ ও ২৬ জুলাই বাংলাদেশ ছাত্রলীগের ২৮ তম সম্মেলনে ওই চারজন নেতা কাউন্সিলর ছিলেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৩ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের একটি পরীক্ষা বন্ধ করে কক্ষ ভাংচুর ও শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগে ওই চার নেতাকে বহিষ্কার করা হয়েছিল।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, রাবি/ ০৩-০৮-১৫
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক দফতর সম্পাদক শেখ রাসেল এই চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক দফতর সম্পাদক শেখ রাসেল বলেন, ‘ওই চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সুপারিশ আমাদের হাতে আসে। সবকিছু যাচাই-বাছাই করে কেন্দ্রীয় ছাত্রলীগ ওই চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে।’
বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বলেন, সর্বশেষ গত ২৫ ও ২৬ জুলাই বাংলাদেশ ছাত্রলীগের ২৮ তম সম্মেলনে ওই চারজন নেতা কাউন্সিলর ছিলেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৩ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের একটি পরীক্ষা বন্ধ করে কক্ষ ভাংচুর ও শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগে ওই চার নেতাকে বহিষ্কার করা হয়েছিল।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, রাবি/ ০৩-০৮-১৫