চামাগ্রামে রাজ্জাক স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টে ডেঞ্জার দলের জয়
সদর উপজেলাধীন বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম হেনা উচ্চ বিদ্যালয় মাঠে রাজ্জাক স্মৃতি পরিষদ আয়োজিত রাজ্জাক স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট-২০১৫ এর মঙ্গলবারের প্রথম খেলায় ডেঞ্জার ফুটবল দল ১-০ গোলে স্কুল পাড়া ফুটবল দলকে পরাজিত করে। প্রথমার্ধে নাজমুল একমাত্র গোলটি করে। ২য় খেলায় সূর্য তরুণ ইউনাইটেড ও মিয়াসাহেবপাড়া ফুটবল দলের মধ্যকার খেলাটি গোলশূন্য ভাবে শেষ হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৮-০৭-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৮-০৭-১৫