নাচোলে অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির পানি ও স্যানিটেশন অধিকার নিশ্চিত করণে বাজেট বরাদ্দ ও বাস্তবায়ন বিষয়ক ইউনিয়ন পরিষদের বাজেট পর্যালচোনা বিষয়ে উপজেলা অ্যাডভোকেসী সভা-২০১৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় নাচোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা এসেডোর সহযোগিতায় এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ’র আয়োজনে অ্যাডভোকেসী সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোহাম্মদ রাশেদ ওয়াসিফ- এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাচোল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইনায়েতুল্লাহ, নেজামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল, কসবা ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ’র মাঠ প্রকৌশলী রাফিউর রহমান ও ফিল্ড প্রোগ্রাম ফ্যাসিলিটেটর আজাহার আলী। এছাড়াও ইউনিয়ন গুলোর বিভিন্ন ওয়ার্ড সদস্য, সচিবগণ বক্তব্য রাখেন।সভায় ছ বক্তাগণ আগামী ২০১৬-১৭ অর্থ বছরের বাজেটে পানি ও স্যানিটেশন খাতে বাজেটে আরও বেশী অর্থ বরাদ্দের দাবি জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ১০-০৭-১৫