অবশেষে মনাকষার ৬শ ৩২ জন পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র
অবশেষে জাতীয় পরিচয় পত্র পাচ্ছেন মনাকষা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ৬শ ৩২ জন ভোটার। চাঁপাইনবাবগঞ্জ নিউজ ডটকমসহ বিভিন্ন পত্রিকায় মনাকষা ইউনিয়নের প্রায় ৯শ ভোটারের দীর্ঘ ৭ বছরেরও পরিচয়পত্র না পাওয়া বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নির্বচন কমিশনের দৃষ্টিগোচর হয় এবং নির্বাচন কমিশন সচিবের নির্দেশে চাঁপাইনবাবগঞ্জের নির্বাচন অফিসের কর্মকর্তারা বিষয়টি তদন্ত করেন। সরজমিন গিয়ে মনাকষা ইউনিয়নের ৬৩২ ভোটারকে সনাক্ত করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, স্থানীয়ও জাতীয় বেশকিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নির্বচন কমিশন সচিবের নির্দেশে আমরা মনাকষা ইউনিয়নের ৬৩২ জনকে সনাক্ত করেছি, এরই মধ্যে আমরা ওই সব ভোটারদের তালিকা ঢাকায় পাঠিয়েছি, তাদের পরিচয়পত্র ছাপানোর কাজ শুরু হয়েছে, ঈদের আগে বা ঈদের পরেই ওইসব ভোটারদের পরিচয় পত্র বিতরণ করা হবে বলে তিনি জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১০-০৭-১৫
চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, স্থানীয়ও জাতীয় বেশকিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নির্বচন কমিশন সচিবের নির্দেশে আমরা মনাকষা ইউনিয়নের ৬৩২ জনকে সনাক্ত করেছি, এরই মধ্যে আমরা ওই সব ভোটারদের তালিকা ঢাকায় পাঠিয়েছি, তাদের পরিচয়পত্র ছাপানোর কাজ শুরু হয়েছে, ঈদের আগে বা ঈদের পরেই ওইসব ভোটারদের পরিচয় পত্র বিতরণ করা হবে বলে তিনি জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১০-০৭-১৫