পুলিশের উদ্যোগে মহানন্দা নদীতে ২০ হাজার পোনা অবমুক্ত করা হলো

বাংলাদেশ পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশন ও চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং সেল এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার মহানন্দা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সকালে সদর উপজেলার বারঘরিয়া বাজার এলাকায় মহানন্দা নদীতে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার পিপিএম। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, পুলিশ সুপার বশির আহম্মেদ, পৌর মেয়র মাওলানা আব্দুল মতিন। উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের আওতায় প্রায় ২০ হাজার পোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ লাইন থেকে বারঘরিয়া পর্যন্ত মহানন্দা নদীর ৫ কিলোমিটার এলাকাকে মাছের অভয়ারণ্য ঘোষণা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০৭-১৫