যৌতুকের টাকা দিতে না পারায় নির্যাতিত গ্রহবধু হীরা

যৌতুকের টাকার দাবী পূরণ করতে না পারায় স্বামী, শুশুর ও শাশুড়ীর হাতে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ ইসমাইল বিশ্বাসের টোলা গ্রামের গৃহবধূ হীরা নির্যাতিত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। হীরা এখন দুটি কন্যা সন্তান নিয়ে গরীব পিতার বাড়িতে মানবেতর জীবনযাপন করছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
 এামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,  প্রায় ১৫ বছর আগে কালিগঞ্জ ইসমাইল বিশ্বাসের টোলা গ্রামের মুসলিম উদ্দিনে ছেলে রবিউলের সাথে একই উপজেলার মনাকষা ইউনিয়নের খড়িয়াল গ্রামের আব্দুস সালাম ভিক্ষুর কন্যা হীরা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে রবিউল  বিভিন্ন সময়ে বিভিন্ন কারনে যৌতুকের টাকার জন্য চাপ দিতে থাকে। হীরার পরিবার থেকে জানানো হয়, গত ১৫ জুন রবিউল  স্ত্রী হীরাকে তার পিতার কাছ থেকে গরু কেনার জন্য ১ লাখ টাকা নিয়ে আনতে বললে হীরা টাকা আনতে অস্বীকার করে। এতে ক্ষিপ্ত হয়ে রবিউল, তার ভাই আলমগীর বাদশাহ, শুশুর মুসলিম উদ্দিন ও শাশুড়ী মাবিয়া বেগম এলোপাতাড়ীভাবে হীরাকে পিটিয়ে জখম করে। খবর পেয়ে হীরার ভাই মোজাম্মেল হক বোনকে উদ্ধার করে নিয়ে এসে শিবগঞ্জ থানা কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনার পর থেকে হীরা দুটি কন্যা সন্তান নিয়ে গরীব পিতার বাড়িতে অবস্থান করছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৯-০৭-১৫

,