গোমস্তাপুরে বজ্রপাতে সোনাবর স্কুলের প্রধান শিক্ষকসহ ২ জন নিহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পারবর্তীপুর ইউনিয়নের আড্ডায় শুক্রবার দুপুরে বজ্রপাতে এক স্কুল শিক্ষক ও এক গৃহবধু নিহত হয়েছে। নিহতরা হচ্ছেন, সোনাবর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আড্ডা গ্রামের কশিমুদ্দিনে ছেলে মোতাহার হোসেন মুকুল (৪৫) এবং জুগিবাড়ি ললপুকুর গ্রামের গৃহবধু সোনা বেগম (৩৫)।
পারবর্তীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টির সময় নিজ বাড়ির নতুন ছাদে কাজ করছিলেন মোতাহার হোসেন মুকুল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এদিকে, নিজ বাড়ির ঊঠানে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যায় সোনা বেগম। এসময় আহত হয় তার স্বামী রফিকুল ইসলাম। রফিকুলকে গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০৭-১৫

,