অল্পের জন্য বেঁচে গেলেন ওরা ৫ জন

প্রত্যক্ষদর্শীরা জানায়, চাঁপাইনবাবগঞ্জের উপজেলা পরিষদ ও নতুন বাস টার্মিনালের সামনে রাত সাড়ে ১০ টার দিকে রাজশাহী হতে আসা পাঁচ যাত্রী বোঝাই একটি প্রাইভেট কারের সাথে বিপরীতগামী একটি আম বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে প্রাইভেট কারটির সামনের দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি মহাসড়কের ওপর উল্টে পড়ে। দূর্ঘটনায় কারের একজন আরোহী আহত হলেও অন্য ৪ জন ভাগ্যক্রমে অক্ষত অবস্থায় রক্ষা পায়। এ সময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। আহত ওই আরোহীকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয়রা জানিয়েছে, শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজ মোড় থেকে সদর উপজেলা পরিষদ পর্যন্ত মহাসড়কের দু’ধারে পণ্য বোঝাই ও খালি ট্রাক দাঁড়িয়ে থাকার কারণে যান চলাচলে বিঘœ ঘটছে। দ্রুতগতির যানগুলো নিয়ন্ত্রণ হারাচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০৭-১৫