বর্ণাঢ্য আয়োজনে এনটিভি’র যুগপুর্তি অনুষ্ঠান উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে দেশের জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল এনটিভি’র যুগপুর্তি। ‘সময়ের সাথে আগামী পথে’ এই প্রেরণাকে অন্তরে ধারণ করে পথচলা শুরু হওয়া দর্শকপ্রিয় এই টেলিভিশন চ্যানেলটি তের বছরে পা রাখল।
এনটিভি’র যুগপুর্তি উপলক্ষে সকালে শহরের টাউন ক্লাব মিলনায়তন থেকে শিক্ষার্থীসহ সমাজের নানা শ্রেণীপেশার মানুষের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একই মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মনিম উদ দৌল চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, প্রবীন সাংবাদিক তসলিম উদ্দীন, এনটিভি’র চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি শহীদুল হুদা অলক।
সভায় বক্তরা, এনটিভির বর্ণাঢ্য পথচলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং এনটিভি’র সংবাদ, নাটক পরিবেশনার প্রশংসা করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-০৭-১৫