বিজিবি ক্যাম্পের সামনে থেকে ভারতীয় থ্রিপিস ও শাড়ী উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ভারতীয় শাড়ী ও থ্রিপিস উদ্ধার করেছে চোরাচালান বিরোধী টাস্কফোর্স সদস্যরা। তবে ঘটনায় কাউকে আটক করা যায়নি।
৯’বিজিবি ব্যাটালিয়নের আপারেশন অফিসার মেজর মিন্নাত আলী জানান , শুক্রবার সন্ধ্যায় ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবু জাফরের নেতৃত্বে উপ-অধিনায়ক মেজর নাজমুল আলম, অপস অফিসার মেজর  মিন্নাত আলী এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুমন দে সহ গঠিত যৌথ টাস্কফোর্স সদস্যরা  ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদর দপ্তরের ২ নং গেইট সংলগ্ন সড়কে একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে ৩৪ পিস দামী ভারতীয় শাড়ী ও  ৩ টি দামী  থ্রী-পিস উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ১০ হাজার টাকা। তবে  আটককৃত মালামাল শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।  
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০৭-০১৫