মনাকষা ফুটবল খেলাকে কেন্দ্র করে আবারো উত্তেজনা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মাস্তান বাজারের ঈদগাহ মোড়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে সোমবার দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের জের ধরে আবারো বুধবার সকালে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। প্রায় ২ ঘন্টা এ অবস্থা চলার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফাজ উদ্দিনের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে পৌছে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা সর্টগানের গুলি বর্ষণ করে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফাজ উদ্দিন জানিয়েছেন । এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এলাকাবাসী জানায়,সোমবার সংঘর্ষের জের ধরে বুধবার সকালে মাইকযোগে এলাকার গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে একটি সমঝোতা বৈঠক হবার কথা বলা হলে সকাল সাড়ে ১০টার দিকে কোথায় কখন বৈঠকটি হবে তা জানার জন্য রানিনগর গ্রামের পক্ষ থেকে সাবেক মেম্বার শুকুদ্দি আলী মনাকষা ঈদগাহ মোড়ে বিষয়টি জানতে আসলে হাউসনগর গ্রামের লোকজন তাকে আটকে বেধড়ক পেটাতে  থাকলেখবর পেয়ে রানীনগর গ্রামবাসী একত্রিত হয়ে এগানোর সময় মনাকষা ও তার আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষ ছুটাছুটি করতে থাকে।।এ সময় খবর পেয়ে নিবার্হী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একদল পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কয়েক রাউন্ড সর্টগানের গুলি নিক্ষেপ করে।এ সময় প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে যৌথবাহিনী চিরনু অভিযান চালিয়ে ৬ জনকে জিঞ্জাসাবাদের জন্য আটক করে।এ সময় অবরুদ্ধ  শুকুদ্দিকেও আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করে।

উল্লেখ্য রবিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার মনাকষা বিজিবি ক্যাম্প সংলগ্ন মাঠে হাউস নগর ও রানীনগর ২ গ্রামবাসীর মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলার এক পর্যায়ে ৩ দল গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে এলেও পরদিন সোমবার এরই জের ধরে আবারো সকালে ৩ ঘন্টার সংঘর্ষে উভয় পক্ষের  গণিত ককটেল বিস্ফোরণে অন্তত ১৫ জন আহত হয়।
এব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএম ময়নুলইসলাম জানান বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে এবং ৯জন গ্রেফতার রয়েছে। স্বাথেস্বার্থে আইনুগ অবস্থা গ্রহন করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২২-০৭-১৫

,