সোনামসজিদ স্থলবন্দর থেকে ১০ হাজার কেজি চাল জব্দ করেছে বিজিবি
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা দুটি ট্রাক থেকে ১০ হাজার কেজি চাল জব্দ করেছে বিজিবি। শুল্ক ফাঁকি দিয়ে চালের চালানটি ভারত থেকে নিয়ে আসা হয়েছিল বলে বিজিবি জানিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মিন্নাত আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপিতে জানান, শনিবার রাত ১০ টার দিকে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চাল আমদানী করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপি’র চেক পোস্টে স্থল বন্দর থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ট-১৬-১১৭৯ এবং ঝিনাইদহ-ট-১১-১৩৫২ নম্বরের দুটি ট্রাকের চাল ওজন করা হয়। এ সময় ১০ হাজার কেজি অতিরিক্ত চাল পাওয়া যায়। প্রায় ৩ লাখ টাকা মূল্যের অতিরিক্ত এই চাল জব্দ করে শিবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দিয়েছে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১২-০৭-১৫
চাঁপাইনবাবগঞ্জ ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মিন্নাত আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপিতে জানান, শনিবার রাত ১০ টার দিকে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চাল আমদানী করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপি’র চেক পোস্টে স্থল বন্দর থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ট-১৬-১১৭৯ এবং ঝিনাইদহ-ট-১১-১৩৫২ নম্বরের দুটি ট্রাকের চাল ওজন করা হয়। এ সময় ১০ হাজার কেজি অতিরিক্ত চাল পাওয়া যায়। প্রায় ৩ লাখ টাকা মূল্যের অতিরিক্ত এই চাল জব্দ করে শিবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দিয়েছে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১২-০৭-১৫