শিবগঞ্জ থেকে ৮ মামলার আসামী বিএনপি নেতা গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জের মোবারক ইউনিয়ন বিএনপি নেতা ও অন্তত ৮ মামলার পলাতক আসামী নজরুল ইসলামকে শনিবার রাতে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতার হওয়া নজরুল ইসলাম (৪৫) শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের সাবেক যুবদল সম্পাদক এবং বর্তমান বিএনপি এর ইউনিয়ন যুগ্ম সাধারন সম্পাদক। তিনি মোবারকপুর গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএম মঈনুল ইসলাম জানান, মহামান্য আদালতের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামী নজরুলকে অনেকদিন ধরে খুজছিল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯ টার দিকে সে বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তার বাড়ি থেকে তাকে আটক করে শিবগঞ্জ থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে কানসাটে পুলিশের উপর হামলা,গাড়ি পোড়ানো সহ অন্তত ৮ টি মামলা রয়েছে শিবগঞ্জ থানায়।
এ ব্যাপারে মোবারকপুর ইউনিয়ন বিএনপি সভাপতি তৌহিদুর রহমান মিয়া আটক নজরুল ইসলাম তার দলের ইউনিয়ন যুগ্ম সাধারন সম্পাদক বলে নিশ্চিত করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১২-০৭-১৫
গ্রেফতার হওয়া নজরুল ইসলাম (৪৫) শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের সাবেক যুবদল সম্পাদক এবং বর্তমান বিএনপি এর ইউনিয়ন যুগ্ম সাধারন সম্পাদক। তিনি মোবারকপুর গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএম মঈনুল ইসলাম জানান, মহামান্য আদালতের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামী নজরুলকে অনেকদিন ধরে খুজছিল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯ টার দিকে সে বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তার বাড়ি থেকে তাকে আটক করে শিবগঞ্জ থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে কানসাটে পুলিশের উপর হামলা,গাড়ি পোড়ানো সহ অন্তত ৮ টি মামলা রয়েছে শিবগঞ্জ থানায়।
এ ব্যাপারে মোবারকপুর ইউনিয়ন বিএনপি সভাপতি তৌহিদুর রহমান মিয়া আটক নজরুল ইসলাম তার দলের ইউনিয়ন যুগ্ম সাধারন সম্পাদক বলে নিশ্চিত করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১২-০৭-১৫