বিজিবির হাতে ভারতীয় কসমেটিকস উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্রীজ এলাকায় থেকে অবৈধ উপায়ে আমদানীকৃত বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জ ৯’বর্ডার গার্ড ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর মিন্নাত আলী জানান, রোববার ব্যাটালিয়নের একটি টহল দল হাবিলদার  তোজাম্মেল হকের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ শহর সংলগ্ন মহানন্দা ব্রীজ( ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু) সংলগ্ন সোনামসজিদ মহাসড়কে একটি অটোরিক্সা তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় অবৈধ উপায়ে আমদানী করা ৫২৩ পিস বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিক্স সামগ্রী উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ছত্রিশ হাজার টাকা। উদ্ধারকৃত মালামাল সোমবার চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০৭-১৫