খাসেরহাটে বিদেশী অস্ত্রসহ এক যুবককে আটক করেছে র্যাব
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মনাকষা ইউনিয়নের খাসেরহাট একবরপুর-রসুনচর এলাকা থেকে ২ টি বিদেশী পিস্তল, ৪ টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড পিস্তলের গুলিসহ মিলন নামে এক যুবককে আটক করেছে র্যাব। সে শিবগঞ্জ উপজেলারই তেলকুপি খাড়োগা এলাকার লায়েসউদ্দিনের ছেলে।
র্যাব জানায়, সোমবার সন্ধ্যায় একবরপুর-রসুনচর গ্রামের কবির উদ্দিনের আম বাগানের মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর সদস্যরা অভিযান চালায়। এসময় ২ টি ৭.৬৫ মি.মি. বিদেশী পিস্তল, ৪ টি ম্যাগাজিন এবং ১৪ রাউন্ড পিস্তলের গুলিসহ মিলনকে (২৫) আটক করা হয়। র্যাব জানায়, আটক মিলন দীর্ঘদিন যাবৎ এলাকায় অস্ত্র ব্যবসার সাথে জড়িত ছিল। গোয়েন্দা সুত্র নিশ্চিত হওয়ার পর তাকে হাতেনাতে আটকের জন্য র্যাবের সাদা পোশাকের একটি দল বেশ কিছুদিন ধরেই তৎপর ছিল। তৎপরতার অংশ হিসেবে
মিলন অবৈধ অস্ত্র বহন করে কবির উদ্দিনের আম বাগানের মধ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে পৌছে সুকৌশলে মিলনকে ধরে ফেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এরআগে রোববার পৃথক দুটি অভিযানে চাঁপাইনবাবগঞ্জের র্যাব ক্যাম্পের সদস্যরা আসামীসহ ৩টি বিদেশী আগ্নেয়াস্ত্র ও বিপুল গোলাবারুদ আটক করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০৭-১৫
র্যাব জানায়, সোমবার সন্ধ্যায় একবরপুর-রসুনচর গ্রামের কবির উদ্দিনের আম বাগানের মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর সদস্যরা অভিযান চালায়। এসময় ২ টি ৭.৬৫ মি.মি. বিদেশী পিস্তল, ৪ টি ম্যাগাজিন এবং ১৪ রাউন্ড পিস্তলের গুলিসহ মিলনকে (২৫) আটক করা হয়। র্যাব জানায়, আটক মিলন দীর্ঘদিন যাবৎ এলাকায় অস্ত্র ব্যবসার সাথে জড়িত ছিল। গোয়েন্দা সুত্র নিশ্চিত হওয়ার পর তাকে হাতেনাতে আটকের জন্য র্যাবের সাদা পোশাকের একটি দল বেশ কিছুদিন ধরেই তৎপর ছিল। তৎপরতার অংশ হিসেবে
মিলন অবৈধ অস্ত্র বহন করে কবির উদ্দিনের আম বাগানের মধ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে পৌছে সুকৌশলে মিলনকে ধরে ফেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এরআগে রোববার পৃথক দুটি অভিযানে চাঁপাইনবাবগঞ্জের র্যাব ক্যাম্পের সদস্যরা আসামীসহ ৩টি বিদেশী আগ্নেয়াস্ত্র ও বিপুল গোলাবারুদ আটক করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০৭-১৫