মাসুদপুর সীমান্তে আহত দু’ গরু চোরাকারবারী রাজশাহীতে পুলিশের হাতে আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে সোমবার আহত হওয়া বাংলাদেশের দু’ গরু চোরাকারবারী গোপনে চিকিৎসা নিতে গিয়ে রাজশাহীতে পুলিশের হাতে আটক হয়েছে। সীমান্তে আহত ওই দু’জন বিএসএফ’র গুলিতে আহত হয়েছে কিনা তা নিশ্চিত করা যায়নি। বিজিবি জানিয়েছে, গুলিবিদ্ধ হয়ে নয়, তারা বিষ্ফোরক দ্রব্য বিষ্ফোরণে আহত হয়েছে বলে শোনা গেছে।
স্থানীয়রা জানায়, শিবগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের মৃত আয়েস উদ্দিনের ছেলে হালদার আলী (৪০) ও একই গ্রামের আলাউদ্দিনের ছেলে কেতাবউদ্দিন (৩০)সহ ৬/৭ জন গরু চোরাকারবারী গরু আনতে ভারতে যায়। সোমবার ভোরে মাসুদপুর সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৪/১ ও ৪/৪ এর মধ্যবর্তী স্থানে বাংলাদেশের বিপরীতে ভারতের সোভাপুর সীমান্ত ফাঁড়ির বিএসএফে’র একটি টহল দল তাদের ঘিরে ফেলে। এ সময় তারা পালানোর চেষ্টা করলে বিএসএফ তাদের লক্ষ করে ‘গুলি’ ছোড়ে। এতে হালদার ও কেতাব আহত হয়।
এ ব্যাপারে বিজিবি’র সঙ্গে দুপুরে যোগাযোগ করা হলে ৯ ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর নাজমুল আলম বলেন, দু’জন আহত হওয়ার কথা শোনা গেছে। তবে, আমারা সীমান্ত এলাকায় খোজ নিয়ে তাদের অবস্থান সর্ম্পকে তথ্য পাওয়া যায়নি। তিনি বলেন, ‘ গুলিতে নয়, তারা গ্রেনেড বা অন্য বিষ্ফোরক দ্রব্যে আহত হয়েছে বলে শোনা গেছে।
এদিকে, আহত হালদার ও কেতাব উদ্দীন আহত হওয়ার পর গোপনে রাজশাহীতে চিকিৎসা নিতে গিয়ে বিকেলে পুলিশের হাতে ধরা পড়েছে। সূত্র জানায়, মটর সাইকেল দূর্ঘটনায় আহত হয়েছে বলে তারা প্রথমে রাজশাহীর ডলফিন ক্লিনিকে ভর্তি হয়।
ডলফিন ক্লিনিকের মালিক ডা. শামিল উদ্দীন আহম্মেদ শিমুল বলেন, ‘ তারা গোপনে চিকিৎসা নিতে এসেছিল। তাদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল এক্সিডেন্টে আহত হয়েছে’। তারা গুলিবিদ্ধ হয়ে আহত কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ তাদের অপারেশন করার আগেই পুলিশ আটক করে নিয়ে গেছে। তাই নিশ্চিত হওয়া যায়নি কিভাবে আহত হয়েছে’।
রাজশাহীর বোয়ালিয়া থানা পুলিশ জানায়, ভারতে গরু আনতে গিয়ে বিএসএফ’র গুলিতে দু’জন আহত হয়ে রাজশাহীতে চিকিৎসা নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ডলফিন ক্লিনিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ পাহারায় তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০৭-১৫

,