দু’দিনে জেলাজুড়ে র‌্যাব বিজিবি পুুলিশের হাতে ১৫ শ বোতল ফেন্সিডিল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, ভোলাহাট ও সদর উপজেলায় গত দু’দিনে র‌্যাব, বিজিবি ও পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ৪৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। এ সময় আটক করা হয়েছে দু’জনকে। আটক ব্যক্তিরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার  সদাশিবপুর গ্রামের মিন্টু মড়লের ছেলে বজলার রশীদ (২৮) ও সিরাজগঞ্জ জেলার বাওইতারা গ্রামের পরবত আলীর ছেলে ওসমান গনি (৩৩)।
র‌্যাব, বিজিবি ও পুলিশ জানায়, শনিবার সকালে র‌্যাব-৫ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল সদর উপজেলার মহারাজপুর হাট এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে অভিযান পরিচালনা করে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৫৮২ বোতল ফেন্সিডিলসহ ১ টি ট্রাক আটক করে। র‌্যাব জানায়, কানসাট বাজার হতে একটি ট্রাক  ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল বহন করে চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে আসছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের অপারেশন দলটি তৎক্ষনাৎ মহাসড়কের উপর উপস্থিত হয়ে ট্রাকটিকে আটকানোর চেষ্টা করলে তা  চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে দ্রুত গতিতে ছুটতে থাকে। র‌্যাবের অপারেশন দলও ট্রাকটিকে পিছন থেকে ধাওয়া করে ট্রাকের কাছে পৌছাবার আগেই মহারাজপুর হাট সংলগ্ন মহাসড়কের উপর ট্রাক ফেলে অজ্ঞাতনামা ট্রাকের চালক ও হেলপার কৌশলে পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশী করে ৫৮২ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে শনিবার প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে, অপর একটি অভিযানে শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারের জিহাদ ফল ভান্ডারে আমের ক্যারেটের মধ্যে হতে ৩৫১ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী শিবগঞ্জ উপজেলার সদাশিবপুর টিকোচ এলাকার মৃত মিন্টু মোড়লের ছেলে  বজলার রশীদ (২৮) কে আটক করা হয়।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের ময়ামারি মোড় থেকে বিজিবি শনিবার সকালে ৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। বিজিবি’র অভিযানের সময় চোরাকারবারিরা ফেন্সিডিল ফেলে পালিয়ে গেলে পরিত্যক্ত অবস্থায় তা উদ্ধার করা হয়।
শিবগঞ্জের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকা থেকে ৫শ বোতল ফেন্সিডিলসহ ওসমান গনি (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি সিরাজগঞ্জ জেলার সদর থানার বাওইতারা গ্রামের পরবত আলীর ছেলে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমএম ময়নুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ পরিদর্শক মাহ্ফুজ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার দিবাগত রাতে শিবগঞ্জ পৌর এলাকার আলুপট্রিতে অভিযান চালায়। এ সময় ট্রাকে রাখা (ঢাকা মেট্রো-ড-১৪-৫২১৩) ৫শ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী ওসমান গনিকে আটক করে।
ফেন্সিডিল গুলি আমের ক্যারেটের মধ্যে নিয়ে ট্রাকে করে দেশের অভ্যন্তরে পাচার করা হচ্ছিল বলে পুলিশ জানায়।  এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০৭-১৫