ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

ইসলমিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে ২০১৩-২০১৪ ও ২০১৪-২০১৫ অর্থবছরের যাকাতের অর্থ দিয়ে দরিদ্র মানুষের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার, ভ্যানগাড়ী ও ছাত্রদের মাঝে বৃত্তি বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে ফাউন্ডেশন চত্বরে যাকাত সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। বক্তব্য রাখেন ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক  আবুল কালাম। অনুষ্ঠানে ৪২ জন দরিদ্র অসহায়কে সেলাই মেশিন, ৮ জনকে ভ্যানগাড়ী, প্রশিক্ষন গ্রহণকারী ৯ জনকেও ১টি করে সেলাই মেশিন, ৩ জনকে হুইল চেয়ার ও ১৯ জনকে জনপ্রতি ২ হাজার ৭’শ টাকা করে ছাত্রবৃত্তি বিতরণ করা হয়।
পরে একই স্থানে উপজেলা ইমাম সম্মেলনের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। এসময় সদর উপজেলার ইমামগণ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর প্রতিষ্ঠা করা এই প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামের সঠিক তথ্য সাধারণ মানুষের কাছে পৌছে দেয়ার আহবান জানান প্রধান অতিথি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেক/ ০৪-০৭-১৫