রাজশাহীতে বজ্রপাতে নিহত ২

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বজ্রপাতে দুইজন মারা গেছেন।  সোমবার রাতে চব্বিশনগর বাইপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে রিশিকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আহমেদ সরকার জানান।
নিহতরা হলেন- স্থানীয় একরামুল হকের ছেলে শাহালাল মিয়া (২৬) ও তাদের প্রতিবেশী আবদুর রাজ্জাকের স্ত্রী আদরী বেগম (৪০)।
ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে বৃষ্টির সময় বজ্রপাত হলে যার যার বাড়িতে থাকা শাহালাল ও আদরী গুরুতর আহত হন।
রাতেই দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান জাহাঙ্গীর।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সূত্র ঃ বিডি নিউজ/ ০৭-০৭-১৫