ট্রেন যাচ্ছে সোনামসজিদ
চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুর। ৪০ এর দশকের শুরুর দিকে এই হুজরাপুরেই গড়ে উঠেছিল চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে ষ্টেশন। মহানন্দা’র কোলঘেষে হুজরাপুরের পরেই নবাবী আমলে চাঁপাইনবাবগঞ্জের ‘গঞ্জ’ (বাণিজ্যিক নগরী) স্থাপিত হওয়ায় এখানেই থেমে যায় রেলপথ। পশ্চিম রেলের শেষ প্রান্তের চাঁপাইনবাবগঞ্জ রেল ষ্টেশনটি যুগে যুগে সংকুচিত হয়ে অবস্থান নেয় হুজরাপুর ও আলীনগরের মধ্যবর্তী স্থানে। এরই মাঝে বিশাল বিশাল রেল গোডাউনসহ অবকাঠামোগুলো বিলিন হয়ে যায়। প্রাচীনকালে চাঁপাইনবাবগঞ্জ শহরে থেমে যাওয়া রেলপথ এবার সম্প্রসারিত হচ্ছে। উদ্যোগ নেয়া হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের।
রেলওয়ে সূত্র জানিয়েছে, সোনামসজিদ স্থলবন্দরের বাণিজ্যিক গুরুত্ব ও রেলপথে আমদানী-রপ্তানী কার্যক্রম বৃদ্ধি করতে চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেল লাইন সম্পসারন প্রকল্প হাতেনেয়া হচ্ছে। ইতোমধ্যেই এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য রেলপথ মন্ত্রনালয়ের সচিবকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। ওই সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা পেয়ে এরইমধ্যে এব্যাপারে প্রাথমিক কার্যক্রম শুরু করেছে রেল মন্ত্রনালয়।
সূত্র জানায়, চলতি বছরের ১৬ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কিছু উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চাঁপাইনবাবগঞ্জ সফরে আসেন। ওইদিন বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত জনসভায় চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আবদুল ওদুদ ও শিবগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানী তাদের বক্তব্যে সোনামসজিদ স্থলবন্দরের বাণিজ্যিক গুরুত্বের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর কাছে সোনামসািজদ পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ করার দাবী জানান। স্থানীয় সংসদ সদস্যর দাবীর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেল লাইন সম্পসারনের আশ্বাস দেন।
জনসভায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পর প্রধানমন্ত্রীর কার্যালয় তা বাস্তবায়নের কাজ শুরু করে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদুল হাসান স্বাক্ষরিত একপত্রে প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ স্থল বন্দর পর্যন্ত রেলপথ সম্প্রসারণ কাজ দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেলপথ মন্ত্রনালয়ের সচিবকে অনুরোধ জানানো হয়েছে। যার অনুলিপি পাঠানো হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদকে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর সোনামসজিদের সঙ্গে রেলপথে দেশের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। ফলে সোনামসজিদ স্থল বন্দর দিয়ে আমদানিকৃত পন্য খুব অল্প খরচে দেশের অভ্যান্তরে পৌছানো সম্ভব হবে।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে ষ্টেশন মাষ্টার মনিরুজ্জামান জানান, প্রকল্প বাস্তবায়নের ইতোমধ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত দুরত্ব, প্রকল্প এলাকাসহ অন্যান্য তথ্য উপাপ্ত সংগ্রহ শুরু হয়েছে। তিনি বলেন, ‘ গত ২২ জুন রেলের উদ্ধর্তন কর্তৃপক্ষ সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন করেছেন। তারা সোনামসজিদ বন্দর দিয়ে কি পরিমাণ এবং কি ধরণে পণ্য আমদানী হয় তার তথ্য নিয়ে গেছেন’। তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়নের জন্য আন্তঃমন্ত্রাণালয়ের কাজ চলছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য আবদুল ওদুদ বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ স্থলবন্দর পযন্ত রেল লাইন সম্পসারণ কাজটি শুরু হতে যাচ্ছে। এটি বাস্তবায়িত হলে চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে’।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০৭-১৫
রেলওয়ে সূত্র জানিয়েছে, সোনামসজিদ স্থলবন্দরের বাণিজ্যিক গুরুত্ব ও রেলপথে আমদানী-রপ্তানী কার্যক্রম বৃদ্ধি করতে চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেল লাইন সম্পসারন প্রকল্প হাতেনেয়া হচ্ছে। ইতোমধ্যেই এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য রেলপথ মন্ত্রনালয়ের সচিবকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। ওই সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা পেয়ে এরইমধ্যে এব্যাপারে প্রাথমিক কার্যক্রম শুরু করেছে রেল মন্ত্রনালয়।
সূত্র জানায়, চলতি বছরের ১৬ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কিছু উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চাঁপাইনবাবগঞ্জ সফরে আসেন। ওইদিন বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত জনসভায় চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আবদুল ওদুদ ও শিবগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানী তাদের বক্তব্যে সোনামসজিদ স্থলবন্দরের বাণিজ্যিক গুরুত্বের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর কাছে সোনামসািজদ পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ করার দাবী জানান। স্থানীয় সংসদ সদস্যর দাবীর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেল লাইন সম্পসারনের আশ্বাস দেন।
জনসভায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পর প্রধানমন্ত্রীর কার্যালয় তা বাস্তবায়নের কাজ শুরু করে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদুল হাসান স্বাক্ষরিত একপত্রে প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ স্থল বন্দর পর্যন্ত রেলপথ সম্প্রসারণ কাজ দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেলপথ মন্ত্রনালয়ের সচিবকে অনুরোধ জানানো হয়েছে। যার অনুলিপি পাঠানো হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদকে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর সোনামসজিদের সঙ্গে রেলপথে দেশের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। ফলে সোনামসজিদ স্থল বন্দর দিয়ে আমদানিকৃত পন্য খুব অল্প খরচে দেশের অভ্যান্তরে পৌছানো সম্ভব হবে।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে ষ্টেশন মাষ্টার মনিরুজ্জামান জানান, প্রকল্প বাস্তবায়নের ইতোমধ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত দুরত্ব, প্রকল্প এলাকাসহ অন্যান্য তথ্য উপাপ্ত সংগ্রহ শুরু হয়েছে। তিনি বলেন, ‘ গত ২২ জুন রেলের উদ্ধর্তন কর্তৃপক্ষ সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন করেছেন। তারা সোনামসজিদ বন্দর দিয়ে কি পরিমাণ এবং কি ধরণে পণ্য আমদানী হয় তার তথ্য নিয়ে গেছেন’। তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়নের জন্য আন্তঃমন্ত্রাণালয়ের কাজ চলছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য আবদুল ওদুদ বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ স্থলবন্দর পযন্ত রেল লাইন সম্পসারণ কাজটি শুরু হতে যাচ্ছে। এটি বাস্তবায়িত হলে চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে’।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০৭-১৫