জাবড়ী কাজিপাড়ায় মিনি ফুটবল টুর্নামেন্টে মহিশপুর চ্যাম্পিয়ন

শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের জাবড়ী কাজিপাড়া জাগরনী সংঘ আয়োজিত কাজিপাড়ার হাই স্কুল মাঠে রমজানুল মোবারক  মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০১৫ এর ফাইনাল খেলায় মহিশপুর  ফুটবল দল ১-০ গোলে মন্ডলপাড়া ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের পক্ষে ফটিক একমাত্র গোলটি করে। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা পুরষ্কার লাভ করে নসিপুর ফুটবল দলের নাসিম এবং ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বিজয়ী দলের ফটিক। খেলাশেষে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাবড়ি কাজিপাড়া জাগরণী সংঘের সাধারণ সম্পাদক কাউসারুজ্জামান। এসময় আজাহারুল ইসলাম, সইবুর রহমান, বাবু, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২২-০৭-১৫