শহীদ সাটু হলে চলছে ইসলামিক ফাউন্ডেশনের দু’দিনের কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দাওয়াত ভিত্তিক কর্মশালা ও প্রশিক্ষনপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে শহীদ সাটু হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক হারূনুর রশিদের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন,চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষন একাডেমীর ধর্মীয় প্রশিক্ষক মাওলানা জাকির হোসেন, ইফা’র সহকারি পরিচালক মোস্তাফিজুর রহমান, ইফা’র মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক আলমান হোসেন প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা মেয়র মাওলানা আব্দুল মতিন, ইফা’র জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম। দু’দিনের এই কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০৭-১৫