শিবগঞ্জের ১৯ টি ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদানের চেক প্রদান

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে ১৯ টি মসজিদ, গোরস্থান ও মন্দিরে ধর্ম মন্ত্রনালয় থেকে বরাদ্দ  হওয়া আর্থিক অনুদানের চেক বিতারণ করা হয়ছে।
সোমবার সন্ধ্যায় কানসাটের পুখুরিয়ার শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে সংসদ সদস্য গোলাম রাব্বানী এই আর্থিক অনুদানের চেক বিতরন করেন। শিবগঞ্জ উপজেলার ১৯ টি মসজিদ, গোরস্থান ও মন্দিরে দশ হাজার থেকে ত্রিশ হাজার টাকা পর্যন্ত অনুদান প্রদান করা হয়।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইরতিজা আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ২৪ জন দূ:স্থ নারীর মাঝেও ব্যাক্তিগত তহবিল থেকে ৭৮ হাজার টাকার চেক প্রদান করা হয়। এ সময় সরকারী কর্মকর্তাবৃন্দ ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০৭-১৫

,