ইসলামপুরে দু’পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ ২২ জন আহত
পুলিশ ও স্থানীয়রা জানায়, সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ পড়াকে কেন্দ্র করে রফিকুল ইসলাম ও হবিবুর রহমান হবির নেতৃত্বে একপক্ষ নজরুল ইসলাম ও আব্দুল কায়েমের নেতৃত্বে আরেক পক্ষের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এরই জের ধরে আজ সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। উভয়পক্ষের ছোড়া ককটেল ও ধারালো অস্ত্রের আঘাতে কমপক্ষে ২২ জন আহত হন। এদের মধ্যে হবিবুর রহমান, রফিকুল ইসলাম, সোলায়মানকে গুরুত্বর আহত অবস্থার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইসলামপুর ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান টিপু জানান, এঘটনা নিয়ে স্থানীয়ভাবে মিমাংসা করে দেয়া হয়েছিল কিন্ত হঠাৎ সকাল ৯টার দিকে কাইয়ুমের লোকজনের উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। তিনি অভিযোগ করেন, কাইয়ুম মেম্বারের লোকজনের বাড়িঘরেও হামলা চালিয়ে লুটপাট করা হয়। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সদর থানার ওসি গোলাম মর্ত্তুজা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০৭-১৫