সোনামসজিদে ফেন্সিডিলসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকা থেকে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হচ্ছেন উপজেলার পিরোজপুর এলাকার আবদুল মালেকের ছেলে কাইয়ুম ভূঁইয়া (২২) ও একই উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে জসিম উদ্দিন (২০)।
 র‌্যাব জানায়, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জস্থ র‌্যাব-৫ ক্যাম্প কর্মকর্তা আশিকুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা ঐতিহাসিক সোনামসজিদ এলাকা থেকে ২৪৯ বোতল ফেনসিডিলসহ দু’ জনকে আটক করে। এ ব্যাপারে শিবগঞ্জ একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৭-০৭-১৫

,