গোমস্তাপুর সীমান্তে যৌন উত্তেজক ইয়াগ্রা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের দূর্গম বিভীষণ সীমান্তে ভারতীয় ১৩ বোতল বিয়ার ও ১৬৬টি যৌন উত্তেজক ইয়াগ্রা উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার গভীর রাতে বিভীষন সীমান্তের লালমাটিয়া মাঠ এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
নওগাঁস্থ ৪৩ বিজিবি ব্যাটালিয়নের বিভীষণ ক্যাম্পের কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার মোতালেব মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিভিষন বিওপি’র টহল দল লালমাটিয়া মাঠে অভিযান চালায়। এসময় একটি ব্যাগে পরিত্যক্ত অবস্থায় ১৩ বোতল বিয়ার ও ১৬৬টি ইয়াগ্রা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে কোম্পানী কমান্ডার মোতালেব মিয়া জানান। এদিকে একই উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে পৃথক অভিযানে ৫ বোতল ফেন্সিডিল ও ১০ লিটার চোলাই মদ আটক করেছে বিজিবি। মঙ্গলবার বাঙ্গাবাড়ী সীমান্তের শিবরামপুর এলাকা থেকে ফেন্সিডিল ও চোলাই মদগুলো আটক করা হয়। ৪৩ বিজিবি’র বাঙ্গাবাড়ী ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আবদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গবাড়ী সীমান্ত ফাঁড়ির একটি বিশেষ টহল দল বাঙ্গবাড়ী সীমান্তের শিবরামপুর এলাকার ২২৫/৫ এ আর পিলারের কাছে অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় ৫ বোতল ফেন্সিডিল ও ১০ লিটার চোলাই মদ আটক করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০৭-১৫

,