নাচোলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

চাঁপাইনবাবগঞ্জে নাচোল উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৫ নাচোল উপজেলা সংলগ্ন মাঠে বৃৃহস্পতিবার সকালে শুরু হয়েছে। এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেদ ওয়াসিদ, শিক্ষক আলাউদ্দিন, আনিকুল ইসলাম, ইসাহাক আলি, জাক্কার আলি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় ছেলেদের বিভাগে ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-১ গোলে ১নং নাচোল সরকারী প্রাথমিক বিদ্যালয়কে এবং মেয়েদের খেলায় দক্ষিণ সগনা সরকারী প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ১-০ গোলে নাসিরাবাদ দুলহারা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত সময়ে দুটি খেলায় গোলশূন্যভাবে শেষ হয়। টুর্নামেন্টে ছেলে-মেয়ে উভয় বিভাগে ৫ করে মোট ১০টি দল অংশগ্রহণ করছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ৩১-০৭-১৫