নাচোলে স্কুলছাত্র মোবারক হত্যা মামলার ২ আসামী ২দিনের রিমান্ডে

চাঁপাইনবাবগঞ্জের নাচোলের শিংরল গ্রামের পঞ্চম শ্রেনীর স্কুলছাত্র মোকারক হত্যা মামলায় ২ আসামীকে পুলিশ ২ দিনের রিমান্ডে নিয়েছে। মঙ্গলবার দুপুরে আদালত এই রিমান্ড মঞ্জুর করে। এ পর্যন্ত মোবারক হত্যা মামলায় চার জনকে আটক করেছে নাচোল থানা পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, পুলিশ শনিবার দুপুওে এই হত্যা মামলার আসামী মুনসুর আলীর ছেলে নুরুল ইসলাম তাবু (২৭) ও আব্দুল্লাহ আল আহম্মেদ রাজুকে (৩০) আটক করে। শনিবার দিবাগত রাতে শিংরোল গ্রামে আবারও অভিযান চালিয়ে তরিকুল ইসলামের ছেলে মিলন (২৪) এবং বাক্কার আলীর ছেলে আমিন (২৫) কে আটক করে পুলিশ। আটককৃতদের চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠিয়ে হত্যার রহস্য উদঘাটনের জন্য রিমান্ড আবেদন করা হয়। সে প্রেক্ষিতে মঙ্গলবার দুই আসামী নুরুল ইসলাম তাবু ও আবদুল্লাহ আল আহমেদ রাজুর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) তরিকুল ইসলাম মঙ্গলবার বিকেলে জানান, পরিকল্পিত এই পৈচাশিক হত্যা রহস্য উদঘাটনে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। পারিবারিক দ্বন্দ্ব কিংবা নারীঘটিত বিষয়সহ সম্ভাব্য সব দৃষ্টিকোনেই তদন্ত করছে পুলিশ। ময়না তদন্তের রিপোর্ট, রিমান্ডে আসামীদের জিজ্ঞাসাবাদ ও অনান্য তদন্তে অচিরেই এই ঘটনার মূল অপরাধীদের চিহ্নিত ও গ্রেফতার করা হবে বলে তিনি আশা করছেন।
উল্লেখ্য,  ৩০ জুন সন্ধ্যার পর বাড়ীর বাইরে টিভি দেখতে গেলে নিখোঁজ হয়  স্কুলছাত্র মোবারক। অনেক খোঁজার পরও না পাওয়ায় জিডি করা হয় থানায়। এর চারদিন পরে ৩ জুলাই তার চাচার বাড়ীর পাশের ডোবায় তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পঞ্চম ¤্রণেীর ছাত্র এগার বছর বয়সের মোবরকের হত্যাকান্ডের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,নাচোল/ ০৭-০৭-১৫