সরকারি কর্মকর্তা কর্মচারীদের ‘হাতে হাতে’ ল্যাপটপ ট্যাব তবুও বাড়ছেনা ব্যবহার

প্রধানমন্ত্রীর কার্যলয়ের একসেস টু ইসফরমেশন এটুআই প্রকল্পের উদ্যেগে দেশজুড়ে তথ্য প্রযুক্তির প্রসারসহ জনগনের ইসেবা নিশ্চিত করতে সরকরি কর্মকর্তা কর্মচারীদের মাঝে ল্যাপটপ, ট্যাব সরবরাহ করা হলেও এর যথাযথ ব্যবহার হচ্ছেনা। সরকারিভাবে সারাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারের নির্দেশ দেয়া হলেও চাঁপাইনবাবগঞ্জে বাড়েনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের ফেসবুক ব্যবহার।
২০০৮ সালে বাংলাদেশ আওয়ামীলীগের নেতৃত্বধীন মহাজোট সরকার গঠনের পর ২০০৯ সালে ভিশন ২০২১ বাস্তবায়নের ঘোষণা দেয়। সরকার বাংলদেশকে একটি মধ্যম আয়ের ও তথ্য প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ার ২০১০-২০২১ একটি প্রেক্ষিত পরিকল্পনা চালিয়ে যাচ্ছে সেই আলোকে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বিশ্বসহ সারাদেশের জনগনের দৌড় গৌড়ায় পৌছানের জন্য সকল সরকারি কর্মকর্তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি খোলার নির্দেশ দেয়া হয় এবং এলক্ষে সরকার ল্যাপটপ, ট্যাব বিতরন করে। কিন্তু চাঁপাইনবাবগঞ্জের সিংহভাগ কর্মকর্তা কর্মচারী এই নির্দেশনা কর্মচারী মানেননা। ফলে ব্যহত হচ্ছে সরকারি উদ্দেশ্য। চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার, সিভিল সার্জন, তথ্য অফিস, কৃষি অফিস, সমাজসেবা, পরিসংখ্যান অফিস, উপজেলা পরিষদ নির্বাহী অফিসার, ক্রীড়া অফিস, জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক অফিস, এসি ল্যান্ড অফিস, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসসহ বিভিন্ন অফিসারের নিজ অফিস নামীয় কোন ফেসবুক আইডি নাই।
বিভিন্ন অফিসে খোজ নিয়ে জানা গেছে, সরকারর দেয়্ াল্যাপটপ বা ট্যাব গুলো এখন ড্রয়ার বন্দি আবার অধিকাংশ কর্মকর্তা কর্মচারীর ছেলে মেয়েরা এসব ব্যবহার করছেন। শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীদের নয় সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল সেবা পৌছানোর জন্য উপজেলা পর্যায়েও এমনকি কমিউনিটি ক্লিনিকগুলোতে হেলথ সুপার ভাইজার, প্রোভাইডারদের ল্যাপটপ প্রদান করেন  কিন্তু সরজমিনে গিয়ে দেখা যায় সেইসব ল্যাপটপগুলো কমিউনিটি ক্লিনিক ব্যবহারের পরিবর্তে বাসায় গিয়ে ব্যবহার করছে।
সম্পতি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার সরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা, সূধিসমাজ, শিক্ষাবিদ,সাংবাদিকদের নিয়ে সোশ্যাল আড্ডা অনুষ্ঠিত হলে সেখানে এই ফেসবুকের মাধ্যমে বিভিন্ন অফিসের কর্মকান্ড এমনকি জেলার সরকারি যে ওয়েব সাইট রয়েছে তার মাধ্যমে স্থানীয় জনগন বিভিন্ন সেবা সম্পর্কে জানতে পারবে একথা বলা হয় কিন্তু ফেসবুক তো দূরের কথা জেলার সরকারি ওয়েব সাইটটি নিয়মিত আপডেট করা হয়না।
এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি জেলার সকল কর্মকর্তাদের বলেছি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ব্যবহার করতে। কিন্তু দেখা গেছে অনেক কর্মকর্তা ল্যাপটপ বা ট্যাবের ব্যবহার না জানায় এসমস্য্ াদেখা দিয়েছে। শীগ্রই এ সংক্রান্ত প্রশিক্ষণ ও ফেসবুক আইডি খোলার ব্যপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে’।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ মেহেদি হাসান, নিজস্ব প্রতিবেদক/ ০৭-০৭-১৫