বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ ৫ নং ওয়ার্ড পৌর বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম টিপু, সাধারণ সম্পাদক এ্যাড. ময়েজ উদ্দীন, বিএনপি নেতা আমিনুল ইসলাম মতি, নজরুল ইসলাম, হাবিবুর রহমান, আহসান আলী, মোশারভ হোসেন।
ইফতার মাহফিলে চাঁপাইনবাবগঞ্জ ৫ নং ওয়াডের বিভিন্ন ্র নেতাকর্মীরা অংশ নেয়।
এদিকে আমাদের ভোলাহাট প্রতিবেদক জানান, ভোলাহাটে বিএনপি জামাবাড়ীয়া ইউনিয়ন শাখার আযোজনে মঙ্গলবার মীরপুর প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি উপজেলা শাখার আহবায়ক কমিটির সদস্য জামাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান জগলুল হকের সভাপতিত্বে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহম্মেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সভাপতি কামরুজ্জামান বাবলু, বিএনপি নেতা ২ নং ওযার্ড মেম্বর আব্দুল মালেকসহ অন্যরা। উল্লেখ্য উফতার ও দোয়া মাহফিলে ইউনিয়নের সহস্রাধীক মানুষ অংশ গ্রহণ করেন।
 অপর দিকে উপজেলা তারেকজিয়া পরিষদের আয়োজনে মন্জুর আহম্মেদ উচ্চ বিদ্যালয়ে পরিষদের আহবায়ক বিএম রুবেল আহম্মেদের সভাপেিত ¡ ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।
এ সময় বিএনপি’র বিভিন্ন শ্রেনীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দোয় পরিচালনা করেন, মাও: রাফিজুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-০৭-১৫