শিবগঞ্জে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রাম থেকে মঙ্গলবার সকালে ২ টি বিদেশী পিস্তল, ৪ টি ম্যাগজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় কাউকে আটক করা যাযনি।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক,শেখ আবু জাফর মোহাম্মদ বজলুল হক জানান, শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে অহেদপুর সীমান্ত ফাঁড়ীর সদস্যরা মঙ্গলবার ভোর ৫ টার দিকে পরিত্যাক্ত অবস্থায় ২টি বিদেশী পিস্তল,৪ টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৪-০৭-১৫

,