ইয়াবাসহ শান্তিরমোড় মৃধাপাড়ার মোহাম্মদ আলী আটক

র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব) চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল বুধবার রাতে শহরের মৃধাপাড়া-শান্তির মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ঐ এলাকারই মৃত শুকুর আলীর ছেলে মোহাম্মদ আলী (২৭) কে আটক করেছে।


র‌্যাব জানায়, র‌্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোহাম্মদ আলীকে নিজ বাড়ীতে ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করার সময় আটক করে।

র‌্যাব আরও জানায়, মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী  দীর্ঘদিন যাবৎ ইয়াবা ও গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত।

বৃহস্পতিবার এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৭-১৫