জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আমীর হোসেন মারা গেছেন

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক পরিবহন ব্যবসায়ী আমীর হোসেন মারা গেছেন। মঙ্গলবার দুপুর ২ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
নিহততের পারিবারিক সূত্র জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে গত চার দিন ধরে আমীর হোসেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী ২ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন।
রাজশাহী থেকে বিকেলে তার লাশ নিয়ে আসা হয়। তাকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যানপুর গোরস্থানে নামাজে জানাজা শেষে দাফন করা হবে বলে জানা গেছে।
এক সময়ের ছাত্রদল নেতা আমীর হোসেন এরশাদ বিরোধী আন্দোলনে চাঁপাইনবাবগঞ্জের ব্যাপক ভুমিকা রাখেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০৬-১৫

,