শহীদ আব্দুল হাই স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে দুবাই স্পোর্টিং এর জয়
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড হরিপুর নবজাগরনী সংঘ আয়োজিত হরিপুর ভাটা সংলগ্ন মাঠে মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল হাই স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০১৫ এর মঙ্গলবারের খেলায় জয় পেয়েছে দুবাই স্পোটিং ক্লাব। তারা ৭ উইকেটে হরিপুর জুনিয়র বন্ধু সংঘকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে হরিপুর জুনিয়র বন্ধু সংঘ নির্ধারিত ১১.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৫২ রান সংগ্রহ করে। দলের পক্ষে মারুফ ২১, লিংকন ১৬ রান করে। দুবাই স্পোটিংয়ের বোলার বুলু ৩ ওভার ৮ রানে ৪টি, বাক্কার ৩ ওভার ৯ রানে ২টি উইকেট লাভ করে। ৫৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুবাই স্পোর্টিং ক্লাব ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায়। দলের পক্ষে সুমন নটআউট ৩২, আরিফ নটআউট ৩২ রান করে। হরিপুর জুনিয়র বন্ধু সংঘ এর বোলার লিংকন ৩ ওভার ১৬ রানে ২টি, ইমন ২ ওভার ৯ রানে ১টি উইকেট লাভ করে। এ খেলার ম্যান অফ দ্যা ম্যাচ বুলু।
চাঁপাইনবাবঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০৯-০৬-১৫
চাঁপাইনবাবঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০৯-০৬-১৫