ভোলাহাটে বিনামূল্যে আমচাষিদের মাঝে স্প্রেমেশিন বিতরণ

ভোলাহাটে বিনামূল্যে আমচাষিদের মাঝে বালাইনাশক পাওয়ার স্প্রেমেশিন বিতরণ করেছে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)।
মঙ্গলবার ভার্ক এলাকা সমন্বয়কারী এসএম জামাল উদ্দিনের সভাপতিত্বে নিজস্ব কার্যালয়ে স্প্রেমেশিনগুলো বিতরণ করা হয়। ভোলাহাট উপজেলার বিভিন্ন অঞ্চলের আম চাষিদের মাঝে বিনামূল্যে বালাইনাশক স্প্রেমেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভোলাহাট উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার ও ভোলাহাট প্রেস ক্লাব সভাপতি গোলাম কবির। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভার্ক গোহালবাড়ী শাখার শাখা ব্যবস্থাপক রফিকুল ইসলাম, আম চাষি এরফান আলীসহ অন্যরা।
মোট ১৫জন আম চাষির মাঝে বিনামূলে প্রায় ১২ হাজার টাকা মূল্যের পাওয়ার স্প্রেমেশিন প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,ভোলাহাট/ ০৩-০৬-১৫

,