পরীক্ষার আগে পিতাকে হারানো দরিদ্র ফরহাদ’র জিপিএ-৫ লাভ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট রামেশ্বর পাইলট ইনন্সিটিটিউশন থেকে এবারের এসএসসি পরীক্ষায় অভাবের মধ্যও গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে শহীদুল্লাহ ফরহাদ। ফরহাদের বাবা রবিউল ইসলাম রাজু একজন পান দোকান্দার। ফরহাদের পরীক্ষার ক’দিন পূর্বে বাবা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়।  মা মুঞ্জিলা বেগম সেলাইমেশিন চালিয়ে ছেলের পড়া-লেখার খরচ চালায়। ফরহাদ নানা কষ্টের মধ্যে বর্তমানে মায়ের ঘামঝরা পরিশ্রমে পড়া-লেখা করে আসছে। মায়ের কোলে একটি মাত্র ছোট বোন। ফরহাদ ভালো ফলাফল করেও অর্থাভাবে পড়া-লেখার সুযোগ পাবে কিনা এই নিয়ে দুঃচিন্তায় রয়েছে। পড়া লেখার সুযোগ পেলে বড় ধরণের ক্যান্সার বিশেজ্ঞ হতে চাই। তার এই ফলাফলের জন্য বাবা মা, শিক্ষক শিক্ষিকা ও মামারা উৎসাহ দিয়ে আসছেন। উল্লেখ্য ফরহাদ ৫ম ও ৮ম শ্রেনিতেও গোল্ডেন করেছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ০৩-০৬-১৫

,