রাবিতে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করায় ছাত্রলীগ নেতা আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ছাত্রলীগ নেতার নাম কাজী আমিনুল ইসলাম লিংকন। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ছাত্রলীগ নেতা লিংকন বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি এলাকায় তার বান্ধবীর সঙ্গে বসে গল্প করেছিলেন। এক পর্যায়ে তারা বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। বিষয়টি লক্ষ্য করে বধ্যভূমি এলাকায় দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্য এগিয়ে যান। এ সময় পুলিশ সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন ছাত্রলীগ নেতা লিংকন। এ ঘটনায় তাকে আটক করে নগরীর মতিহার থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বলেন, বিষয়টি আমি শুনেছি। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে এ বিষয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে লিংকনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, ‘পুলিশের সঙ্গে কথা-কাটাকাটির অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে এক ছাত্রলীগ নেতাকে আটক করে থানায় রাখা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, রাবি/ ৩০-০৬-১৫