গ্রীনভিউ স্কুলে শুরু হয়েছে ৩ দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা

চাঁপাইনবাবগঞ্জে ৩ দিনের ডিজিটাল উদ্ভোবনী মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে শহরের গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগের অতিরিক্ত কমিশনার (সার্বিক) মুনির হোসেন। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুনির হোসেন বলেন আস্তে আস্তে আমরা পেপার লেস অফিসের দিকেই যাচ্ছি। সকল কিছুই আগামী দিকে অনলাইনে করতে হবে আমাদের, সেই লক্ষে সরকার বিভিন্ন উদ্যোগ ইতিমধ্যেই গ্রহন করেছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিশেষে অতিথি  চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার বশির আহম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক মাকসুদা বেগম সিদ্দীকা, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মাজহারুল ইসলাম তরু।
তিন দিনের এ মেলা প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে, মেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ টি স্টল রয়েছে। এছাড়াও মেলায় প্রতিদিন নির্ধারিত বিষয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-০৬-১৫