আবশ্যক- মুশরীভূজা ইউসুফ আলী স্কুল এন্ড কলেজ

সরকারি বিধিমোতাবেক মুশরীভূজা ইউসুফ আলী স্কুল এন্ড কলেজ ডাকঘর মুশরীভূজা, উপজেলা ভোলাহাট, জেলা চাঁপাইনবাবগঞ্জের জন্য বিদ্যায়ল স্তরের শ্রেণী শাখার সৃষ্ট পদে একজন সহকারী শিক্ষক (ব্যবসায় শিক্ষা) আবশ্যক। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে রুপালী ব্যাংক ভোলাহাট শাখার অনুকূলে ৩০০/= টাকার ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) ও প্রয়োজনীয় কাগজপত্রসহ অধ্যক্ষ রবাবর আবেদন করতে হবে।
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
সূত্র দৈনিক চাঁপাই চিত্র-০৪-০৬-১৫