জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা

চাঁপাইনবাবগঞ্জ জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জাহাঙ্গীর কবীর। সভায় অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাব আলী,  পুলিশ সুপার বশির আহম্মদ পি.পি.এম, অতিরিক্ত জেলা প্রশাসক মাকসুদা বেগম সিদ্দিকা, সিভিল সার্জন ডা. আলাউদ্দিন। উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার ওয়াহেদুজ্জামান জুয়েল , জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মমতাজ মহল, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সফিকুল আলম, জেলার বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলার অনান্য সরকারী-বেসরকারী অফিস প্রধানগণ। সভায় পবিত্র রমজানে জেলাতে দ্রব্যমূল্য, বিদ্যুৎ, চিকিৎসা পরিসিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা এবং করনীয় বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে বর্তমানে চক্ষু, মেডিসিন, নাক,কান ও গলা বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক নেই মর্মে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিভিল সার্জনকে অনুরোধ জানানো হয়। স্বাস্থ্য বিভাগের অধিনস্থ নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স বরাদ্দের জন্য রোগীর অভিভাবকের কাছ থেকে এ্যাম্বুলেন্স ফি ছাড়াও অতিরিক্ত তেল খরচ নেয়ার বিষয়ে সভায় অভিযোগ উত্থাপিত হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত  হয় সভায়। আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগইে জনসাধারনরে যাতায়াতরে কষ্ট কমাতে জলোর যে সকল সড়ক চলাচলরে অনুপযোগি হয়ে রয়ছে,ে সগেুলো সংস্কাররে উপর গুরুত্বারোপ করা হয়। সভায় জেলা শহরের বিভিন্ন স্থানে পড়ে থাকা  বর্জ্য অপসারনের বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়। সভায় নাচোল পৌরসভায় সরকারী বিভিন্ন অফিসের ভবন নির্মানের নকশা অনুমোদন না করার অভিযোগ উঠে। এক্ষেত্রে করনীয় সম্পর্কে নির্দেশনা প্রদান করা হয়। সভায় রমজানে বিভিন্ন খাদ্য বিক্রেতা দোকান এবং কলাসহ ফলমুলে কেমিক্যাল মিশ্রিত করে পাকানো হচ্ছে কিনা তা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মনিটরিং এর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রমজানে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতিসহ বিভিন্ন সরকারি অফিসের কার্যক্রম বিষয়ে আলোচনা ও করনীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০৬-১৫