শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় গরু মহিষ আবারও আটক
চাঁপাইনবাবগঞ্জে আবারও শুল্ক-করাদি ফাঁকি দিয়ে নিয়ে আসা ভারতীয় পশু আটক করেছে টাস্কফোর্স।
বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবু জাফরের নেতৃত্বে উপঅধিনায়ক মেজর নাজমুল আলম এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট রফিকুল ইসলামসহ গঠিত একটি বিশেষ টাস্কফোর্স রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের দারিয়াপুর এলাকায় অভিযান পরিচালনা করে ভারত হতে অবৈধভাবে নিয়ে আসা ২ টি মহিষ ও ৫ টি গরু পরিত্যক্ত অবস্থায় আটক করেছে। যার আনুমানিক মূল্য পাঁচ লক্ষ দশ হাজার টাকা। আটককৃত গরু ও মহিষ চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতীয় গরু মহিষ আমদানীর পরিমান। ইদানিং প্রায়ই বর্ডার গার্ড বাংলাদেশ ও জেলা চোরাচালান বিরোধী টাস্কফোর্স সমন্বিত অভিযান চালিয়ে আটক করছে এইসব গরু, মহিষ। তবে এসব ঘটনায় অধিকাংশ ক্ষেত্রেই কাউকে আটক করা খবর পাওয়া যায়না।
এদিকে, সীমান্তে কড়াকড়ি আরোপের কারণে ভারীয় গরু আসা অনেক কমে যাওয়ায় এর প্রভাব পড়েছে দেশীয় বাজারে। দেশীয় বাজারে গরু মহিষের দাম বৃদ্ধির পাশাপাশি রেড়েছে মাংসের দামও।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৬-১৫
বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবু জাফরের নেতৃত্বে উপঅধিনায়ক মেজর নাজমুল আলম এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট রফিকুল ইসলামসহ গঠিত একটি বিশেষ টাস্কফোর্স রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের দারিয়াপুর এলাকায় অভিযান পরিচালনা করে ভারত হতে অবৈধভাবে নিয়ে আসা ২ টি মহিষ ও ৫ টি গরু পরিত্যক্ত অবস্থায় আটক করেছে। যার আনুমানিক মূল্য পাঁচ লক্ষ দশ হাজার টাকা। আটককৃত গরু ও মহিষ চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতীয় গরু মহিষ আমদানীর পরিমান। ইদানিং প্রায়ই বর্ডার গার্ড বাংলাদেশ ও জেলা চোরাচালান বিরোধী টাস্কফোর্স সমন্বিত অভিযান চালিয়ে আটক করছে এইসব গরু, মহিষ। তবে এসব ঘটনায় অধিকাংশ ক্ষেত্রেই কাউকে আটক করা খবর পাওয়া যায়না।
এদিকে, সীমান্তে কড়াকড়ি আরোপের কারণে ভারীয় গরু আসা অনেক কমে যাওয়ায় এর প্রভাব পড়েছে দেশীয় বাজারে। দেশীয় বাজারে গরু মহিষের দাম বৃদ্ধির পাশাপাশি রেড়েছে মাংসের দামও।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৬-১৫