ইন্টারনেট জিনিয়াস প্রতিযোগিতায় প্রথম হল হরিমোহন

চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ের ‘আই-জেন’ প্রতিযোগিতায় প্রথম হয়েছে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়। বৃহস্পতিবার দিনব্যাপী শহরের একটি কমিউনিটি সেন্টারে গ্রামীণফোন-প্রথম আলো আয়োজিত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় প্রাথমিকভাবে বাছাইকৃত জেলার ৫টি উপজেলার ৪টি সরকারিসহ ১৬টি উচ্চ বিদ্যালয়ের ১৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় তিনটি পর্যায়ের পরীক্ষায় ১৬টি বিদ্যালয়ের মধ্যে সার্বিক নম্বরের ভিত্তিতে প্রথম স্থান অধিকার করে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী  হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা করবে। এখানে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে পাঁচজন শিক্ষার্থীকে চূড়ান্তভাবে বাছাই করা হয়। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়। সহস্র শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের প্রাণবন্ত অনুষ্ঠানে এমসিকিউ পরীক্ষা, দলগত পরীক্ষা ও কম্পিউটারে খেলার মাধ্যমে পরীক্ষা, আবৃতি, গান ও অভিনয়ও করা হয়। অনুষ্ঠানটি সমন্বয় করেন সারাদেশে অনুষ্ঠিত আই-জেন অনুষ্ঠানের রাজশাহী-খুলনা জোনের দলনেতা হাসান মাহমুদ ও সমন্বয়কারী ইব্রাহিম খলিল। স্থানীয়ভাবে অনুষ্ঠানের সমন্বয় করেন আলী উজ্জামান নূর। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০৬-১৫