শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় গরু-মহিষ আটক

চাঁপাইনবাবগঞ্জে আবারও শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা ১৪টি ভারতীয় গরু ও ১টি মহিষ আটক করে শুল্ক কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানায়,  বুধবার গভীর রাতে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবু জাফর সেখ মো. বজলুল হক পিএসসি এর নেতৃত্বে উপ-অধিনায়ক মেজর নাজমুল আলম, অপারেশনস অফিসার মেজর মিন্নাত আলী এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট গণপতি রায় সহ একটি বিশেষ চোরাচালান বিরোধী টাস্কফোর্স জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ভারত হতে অবৈধভাবে  শুল্ক কর ফাঁকি দিয়ে নিয়ে আসা ১৪ টি ভারতীয় গরু ও ১ টি মহিষ আটক করে। যার আনুমানিক মূল্য ৬ লক্ষ ৬০ হাজার টাকা। আটককৃত গরু ও মহিষ বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০৬-১৫