আলী আহসান মুজাহিদের ফাঁসির রায় বহাল থাকায় আনন্দ মিছিল করেছে দুই ছাত্রলীগ

মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের মৃত্যুদন্ডাদেশ আপিল বিভাগে বহাল রাখায় আনন্দ মিছিল করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ। মঙ্গলবার দুপুরে শহরের শহীদ সাটু চত্বর থেকে বের হয়ে আনন্দ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই মোড়ে এসে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি সাকিউল ইসলাম সাকিল, সাধারণ সম্পাদক আরিফুর রেজা ইমনসহ অন্যরা। উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাইজার রহমান কনকসহ ছাত্রলীগের বিভিন্নস্তরের নেতা-কর্মীরা। সমাবেশে সকল যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকর করার জোর দাবি জানান বক্তারা। অন্যদিকে, রোববার স্থানীয়ভাবে গঠিত জেলা ছাত্রলীগের অপর কমিটির উদ্যোগেও আনন্দ মিছিল হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বের হয়ে আনন্দ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মুজিব চত্বরে এসে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় জেলা কমিটির সভাপতি লেলিন প্রামানিক, সাধারণ সম্পাদক অহেদুজ্জামান অহেদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনির হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক আল কামাল ইব্রাহীম রতন ও মুন্সি নজরুল ইসলাম সুজনসহ অন্যরা। সমাবেশে যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকর করার জোর দাবি জানানো হয়।
এদিকে, আলী আহসান মুজাহিদের মুত্যুদ-াদেশ সর্বোচ্চ আদালতে বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রবিউল ইসলাম। এক বিবৃতিতে তিনি বলেন, জামায়াত নেতা মুজাহিদ এক সময় দাম্ভিকতা নিয়ে বলেছিল ‘দেশে কোন যুদ্ধাপরাধী নেই’। আজ ঐতিহাসিক রায়ে তার দাম্ভিকতা চুর্ণ হলো।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০৬-১৫