রাবিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আলোচনা সভা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ আলোচনা সভায় ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আমজাদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. রফিকুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইমেরিটাস শিক্ষক প্রফেসর ড. ইয়াকুব আলী, রাবির সাবেক উপাচার্য প্রফেসর ড. ফাইসুল ইসলাম ফারুকী, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহবায়ক প্রফেসর শামসুল আলম সরকার প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. কেবিএম মাহবুবুর রহমান।
এ সময় বক্তারা পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও ফজিলত ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন।
এ সময় অন্যান্য শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. এম আজাহার আলী, প্রাণী বিদ্যা বিভাগের শিক্ষক প্রফেসর হাবিবুর রহমান, শিক্ষক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড. ফজলুল হক, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের শিক্ষক প্রফেসর ড. হাসনাত আলি সহ প্রায় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, রাবি/ ২৭-০৬-১৫