অটোরিক্সার ভেতরে ফেন্সিডিল

চাঁপাইনবাবগঞ্জে অটোরিক্সা-মিশুকে ফেন্সিডিল পাচারের চেষ্টাকালে মিশুকটিসহ ফেন্সিডিল জব্দ করেছে বিজিবি। তবে ওই মিশুকে চালক আরোহী কেউ ছিল না।
চাঁপাইনবাবগঞ্জস্থ ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর মিন্নাত আলী জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এন.এস.আই) তথ্যের ভিত্তিতে ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল হাবিলদার আব্দুস সাত্তারের নেতৃত্বে সদর উপজেলার বারঘরিয়া কুমারপাড়া এলাকায় সড়কের পাশে দাড়ানো চালক বা আরোহীবিহীন একটি মিশুক (নং রাজ-মেট্রো-ত-০২০০৪৯) তল্লাশী করে ৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার। তবে ঘটনায় তৎক্ষনাৎ কাউকে আটক করতে পারেনি টহল দলটি। মিশুক ও ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৩ লক্ষ ৩৮ হাজার টাকা।
আটককৃত মিশুক ও উদ্ধারকৃত ফেন্সিডিল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় জমা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-০৫-১৫