উন্মুক্ত জলাশয়ে বিল নার্সারী স্থাপন ও পোনা অবমুক্তকরণ শীর্ষক কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জ জেলায় উন্মুক্ত জলাশয়ে বিল নার্সারী স্থাপন ও পোনা অবমুক্তকরণ প্রকল্পের বার্ষিক কর্মশালা বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক ড. মিজানুর রহমান। মৎস্য অধিপ্তরের রাজশাহী বিভাগের উপ-পরিচালক মাহবুব উল আলমের সভাপতিত্বে অতিথি ছিলেন পৌর মেয়র মাওলানা আব্দুল মতিন। জেলার মৎস্য কার্যক্রম বিষয়ে কর্মশালায় বিবরণ তুলে ধরেন জেলা মৎস্য কর্মকর্তা একরামুল হক। প্রজেক্টরের মাধ্যমে কর্মশালায় মৎস্য বিভাগের জেলা ও উপজেলায় নেয়া উন্নয়ন কার্যক্রমের বিষয়ে অবহিত করেন নাচোল মৎস্য বীজ উৎপাদন খামার নাচোল শাহিনুর ইসলাম। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মুঞ্জুরুল হুদা, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিমুল এহসান, মৎস্য ব্যবসায়ী শাজাহান আলী, চাষী শ্রী ধর্ম কুমার হালদারসহ জেলার মাছ চাষীরাসহ প্রায় ৫০ জন মাছচাষী ও ব্যবসায়ী। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মীগণ উপস্থিত ছিলেন। কর্মাশালায় খাচায় মাছ চাষ, বিল নার্সারী কার্যক্রমের উপকারীতা, দেশীয় বিলুপ্তপ্রায় মাছের উৎপাদন বৃদ্ধি এবং বিল নার্সারীতে অর্থ বরাদ্দ বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। জেলায় মোট জলাশয় রয়েছে প্রায় ২০ হাজার ৪’শ হেক্টর। জেলায় বছরে মাছের চাহিদা ২০ হাজার ২’শ ৬৭ মেট্রিক টন। জেলায় মাছের উৎপাদন হয় বছরে ২২ হাজার ৫’শ ৬২ মেট্রিক টন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-০৫-১৫