তথ্য প্রযুক্তি ও নাগরিক সেবা বৃদ্ধির দাবিতে ভোলাহাটের শিক্ষার্থীদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ও সঠিকভাবে ব্যবহারসহ নাগরিক সেবা বৃদ্ধির দাবিতে বুধবার মানববন্ধন কর্মসুচি করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে অধ্যয়নরত ভোলাহাটের শিক্ষার্থীরা।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভোলাহাটের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘আ¤্রকানন’ নামের একটি সংগঠনের ব্যানারে প্রায় ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসুচি পালিত হয়। এসময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, আ¤্রকানন ভোলাহাটের আহবায়ক তারেক রহমান হৃদয়, তরিকুল ইসলাম, মাসুম রেজা, সোহান শাহরিয়ার, আলমগীর হোসেন, বাচ্চু, গৌরবসহ অন্যরা।
সমাবেশে বক্তারা ভোলাহাট উপজেলাকে পিছিয়ে পড়া উপজেলা উল্লেখ করে তথ্য প্রযুক্তি যথাযথ ব্যবহারের সুযোগ সৃষ্টি ও নাগরিক সেবার মানবৃদ্ধির দাবি করেন। তারা, ভোলাহাটে সরকারি উচ্চ বিদ্যালয়, কলেজ, কারিগরি প্রশিক্ষন কেন্দ্র স্থাপন, মাদক বিরোধী অভিযান পরিচালনা ও বিনোদন কেন্দ্র স্থাপনেরও দাবি জানানো হয়।
পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০৫-১৫