পৌনে ২ কেজি গাঁজাসহ ২ মাদকব্যবসায়ী আটক
র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল রবিবার বিকেলে জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের টিকরা গ্রামের টিকরা এজমা কলেজ পাড়ায় অভিযান চালিয়ে ১ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ একই ইউনিয়নের বজাপাড়া এলাকার মৃত আফতাব উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন (৬০) ও হাজীপাড়ার মৃত মো.মোকসেদ আলীর ছেলে সাদিকুল ইসলাম (৬৫) কে হাতেনাতে গ্রেফতার করেছে। ঘ
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল জানতে পারে যে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার টিকরা গ্রামের টিকরা এজমা কলেজ পাড়ার জনৈক সোহরাব বিশ্বাসের বাড়ীর সামনের রাস্তায় কয়েক ব্যাক্তি গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এ সময় র্যাবের অপারেশন দলটি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আনোয়ার হোসেন ও সাদিকুল ইসলামকে পৌনে দুই কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। জানা গেছে গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ গাঁজা সহ বিভিন্ন প্রকার মাদক ব্যবসার সাথে জড়িত। উপরোক্ত বিষয়ে সোমবার প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০৫-১৫
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল জানতে পারে যে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার টিকরা গ্রামের টিকরা এজমা কলেজ পাড়ার জনৈক সোহরাব বিশ্বাসের বাড়ীর সামনের রাস্তায় কয়েক ব্যাক্তি গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এ সময় র্যাবের অপারেশন দলটি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আনোয়ার হোসেন ও সাদিকুল ইসলামকে পৌনে দুই কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। জানা গেছে গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ গাঁজা সহ বিভিন্ন প্রকার মাদক ব্যবসার সাথে জড়িত। উপরোক্ত বিষয়ে সোমবার প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০৫-১৫