কানসাটে হিন্দু সম্প্রদায়ের দশহারা গঙ্গাস্নান উৎসব পালন
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট গঙ্গাশ্রম ঘাটে হিন্দু সম্প্রদায়ের জাহ্নুমণির দশহরাগঙ্গাস্নান উৎসব বৃহস্পতিবার দিনব্যাপি কানসাট গঙ্গাশ্রমঘাটে উৎসব পালিত হয়েছে।
এ উৎসবে রাজশাহী, নাটোর, নওগাঁ বগুড়া, দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদয়ের সকল বয়সের নারী-পুরুষ অংশগ্রহণ করেন। বুধবার বিভিন্ন অনুষ্ঠানের পর আজ বৃহষ্পতিবার অনুষ্ঠিত হয় স্নাননুষ্ঠান। এদিকে এ উৎসবকে ঘিরে কানসাট রাজবাড়ি মাঠে বসে মেলা। মেলায় ছিল প্রসাধনী, কাঠের আসবাবপত্র, হিন্দু ধর্মের বিভিন্ন উপকরণ, খাবার দোকান, পুঁজোর আয়োজন এবং কির্ত্তনের জমজমাট আসর। গঙ্গাস্নানকে ঘিরে গোটা কানসাট এলাকা হিন্দু সম্প্রদায়ের মিলনমেলায় পরিণত হয়। পদ্মার শাখা নদী পাগলায় স্নান ও পূজা অর্চনা শেষে তারা অংশ নেয় ধর্মসভায়। গঙ্গাস্নানকে ঘিরে কানসাটে বসে গ্রামীণ মেলাও।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৫-১৫
এ উৎসবে রাজশাহী, নাটোর, নওগাঁ বগুড়া, দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদয়ের সকল বয়সের নারী-পুরুষ অংশগ্রহণ করেন। বুধবার বিভিন্ন অনুষ্ঠানের পর আজ বৃহষ্পতিবার অনুষ্ঠিত হয় স্নাননুষ্ঠান। এদিকে এ উৎসবকে ঘিরে কানসাট রাজবাড়ি মাঠে বসে মেলা। মেলায় ছিল প্রসাধনী, কাঠের আসবাবপত্র, হিন্দু ধর্মের বিভিন্ন উপকরণ, খাবার দোকান, পুঁজোর আয়োজন এবং কির্ত্তনের জমজমাট আসর। গঙ্গাস্নানকে ঘিরে গোটা কানসাট এলাকা হিন্দু সম্প্রদায়ের মিলনমেলায় পরিণত হয়। পদ্মার শাখা নদী পাগলায় স্নান ও পূজা অর্চনা শেষে তারা অংশ নেয় ধর্মসভায়। গঙ্গাস্নানকে ঘিরে কানসাটে বসে গ্রামীণ মেলাও।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৫-১৫